আপনি কি বেকার! চাকুরি খুজছেন?
চাকুরি পাওয়ার সহজ মাধ্যম JobDorkar.com
সমাজের একটি শ্রেণীর মানুষ হন্যে হয়ে চাকুরি খোঁজছে কিন্তু চাকুরি পাচ্ছে না। আবার আরেকটি শ্রেণীর মানুষ তাদের কোম্পানির নির্দিষ্ট কাজ করানোর জন্য লোক খুঁজছে কিন্তু কাজের লোক পাচ্ছে না। এই দুটি শ্রেণীর মানুষের মধ্যে সমন্বয় করার মাধ্যম www.jobdorkar.com. অর্থাৎ জব দরকার ডট কম এমন একটি জব প্লাটফর্ম যা চাকুরি দাতা এবং গ্রহীতা এই দুই শ্রেণীর মানুষের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে । যেখানে চাকুরি গ্রহীতা তার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত /প্রোফাইল সাবমিট করে রাখবে, আর চাকুরিদাতা বা প্রতিষ্ঠান তাদের অফিসের জন্য উপযুক্ত প্রার্থী কে সহজে খুঁজে নেবে।
বিশ্ব অর্থনীতিক মন্দা কাটিয়ে আমরা সবাই ক্যারিয়ার নিয়ে চিন্তিত। আমরা কেন জব পাচ্ছিনা? জব পাওয়ার জন্যে কি কি স্কিল প্রয়োজন? কিভাবে ইন্টারভিউ বোর্ডে নিজেকে উপস্থাপন করবো? এই সকল প্রশ্নের উত্তর জানতে ও সঠিক দিক নির্দেশনা পেতে আমরা রয়েছি আপনার পাশে।
প্রযুক্তি নির্ভর এই যুগে যেমন কর্মক্ষেত্র গ্লোবাল হয়েছে তেমনি প্রযুক্তি নির্ভর অনেক কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। আপনি কোন সেক্টরে ক্যারিয়ার গড়তে চান? কিংবা কোন সেক্টরটি আপনার জন্য উপযুক্ত? অথবা কোনটি আপনার ক্যারিয়ারের জন্য সহজ অপশন এই বিষয়গুলোর উপর গুরত্ত দিয়ে জব দরকার লিমিটেড স্কিল ডেভেলপমেন্ট এর কাজ শিখিয়ে দক্ষ জনবল তৈরি করার পাশাপাশি যারা দক্ষ তাদেরকে সরাসরি চাকুরির ব্যবস্থা করে দিচ্ছে ।
তাই আজই সিদ্ধান্ত নিন এবং Job Dorkar Ltd. এর স্কিল ডেভেলপমেন্ট কোর্স করে আপনার এবং আপনার পরিবারের স্বপ্নকে বাস্তবে রূপদান করুন ।
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!