কর্মজীবনে ফ্রেশারের সম্বাবনা এবং ভবিষ্যৎ ।
ফ্রেশার হয়ে ক্যারিয়ার গড়ার চিন্তা করছেন??
ফ্রেশার হয়ে আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং জ্ঞানকে কাজে লাগিয়ে কিভাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন এই সকল খুটিনাটি বিষয়গুলো জানতে চোখ রাখুন জব দরকার লিমিটেড এর লাইভ সেমিনারে ।
একজন ফ্রেশারের জন্য ক্যারিয়ার গড়া কিছুটা কঠিন কাজ। লক্ষ লক্ষ সম্ভাবনার মধ্যে থেকে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য বেশিরভাগ নিয়োগকারী প্যানেল সদস্যরা তাদের জীবন বৃত্তান্তের উদ্দেশ্যগুলির উপর ভিত্তি করে প্রার্থীকে বিশ্লেষণ করার চেষ্টা করেন । ফ্রেশারের জন্য ক্যারিয়ারের উদ্দেশ্য, ভবিষ্যতের লক্ষ্য, আকাঙ্ক্ষা এবং কর্মজীবনের লক্ষ্য এই সকল খুটিনাটি বিষয় এবং কিভাবে নিজের স্কিল বাড়াবেন তা নিয়েই আমাদের এই বিশেষ আয়োজন ।
আমাদের এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে থাকবে- Prof. Abdullah M Taher (Founder & CEO – Bangladesh Skill Bank) এবং Md. Sayedul Islam (Managing Director: JobDorkar Ltd)। যারা কর্পোরেট সেক্টরে দীর্ঘ সময় ধরে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন । আমরা আশা করি তাদের সঠিক দিক নির্দেশনা পেয়ে আপনি আপনার সাফল্যের সঠিক পথটি খুঁজে পাবেন ইনশাআল্লাহ্ ।
লাইভ সেমিনারটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে ২০২২ ইং শনিবার রাত ০৯.০০ – ১০.৩০ পর্যন্ত ।
পেইজ লিংকঃ
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!