Graphics Design

বর্তমানে  ক্যারিয়ার গড়ার অন্যতম উপায় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন । বাংলাদেশে এখন প্রচুর তরুণ-তরুণী গ্রাফিক্স ডিজাইন কাজ শিখে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করেছেন।

বর্তমানে যে কাজগুলোর ব্যাপক চাহিদা রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন।

Graphic Design এর পরিধি ব্যাপক।  আপনি জবের পাশাপাশি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে প্রচুর গ্রাফিক্স ডিজাইন এর কাজ পাবেন। বর্তমানে Freelanc মার্কেটপ্লেস Fiverr / ফাইভার, Upwork / আপওয়ার্ক, 99 Design / ৯৯ডিজাইন ইত্যাদিতে যত কাজ রয়েছে তার মধ্যে গ্রাফিক ডিজাইনের কাজ সবচেয়ে বেশী।  তাই নতুন ক্যারিয়ার এর জন্য এটা একটা বিশাল সুযোগ । এক্ষেত্রে সৃজনশীল তরুণ-তরুণীরা খুব দ্রুত ভালো কিছু করতে পারে।

Course Details: 

1. Introduction to Design & Planning.
2. Business/ID Card Design
3. Logo, Sign edge, Sign & Symbol Design
4. Image Manipulation (Retouch, Clipping path)
5. Flyer Design & Layout
6. Brochure Design & Layouts
7. Catalog Design & Layouts
8 Booklet Design & Layouts
9. Dangler, Sticker, X-Banner Design
10. Packaging, Level Design
11. Calendar Design (Wall, Desk)
12. Estimate Design (Bill, Challan, Invoice, Envelope, Letter Head)
13. Photoshop PSD/Template Design for web.
14. Bill Board, Sign Board, Light Box Design
15. Book Cover, Magazine Cover, Notebook Cover Design
16 Total Printing Output Process & setting
17. Web Banner Design (Static)/ Basic Flash web Banner
18. Total outsourcing Training

গ্রাফিক্স ডিজাইন বিষয়ে জব দরকার লিমিটেড (Job Dorkar Limited) রয়েছে ৩ মাসের প্রশিক্ষণ কোর্স (সপ্তাহে দুই দিন ক্লাস ) বাস্তবভিত্তিক সময় উপযোগী এ প্রশিক্ষণ করেই আপনি গ্রাফিক্স ডিজাইনে আপনার জব / ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন।

অংশগ্রহণকারীরা যা যা পাচ্ছেনঃ

১. প্রতিটি ক্লাস শেষে পাচ্ছেন সম্পূর্ণ ক্লাসের video স্ক্রিপ্ট
২. লাইভ প্রজেক্টে কাজের সুবিধা
৩. দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য স্পেশাল কেয়ার
৪. প্রফেশনাল ট্রেইনার যিনি মার্কেটপ্লেসে কাজ করেন
৫. লাইফটাইম স্টুডেন্ট সাপোর্ট ।
৬. বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল সরবরাহ করা হয় যেখান থেকে একজন শিক্ষার্থী তার বিষয়গুলোকে আরও ভালোভাবে আয়ত্ব করতে পারেন।
৭. বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একাউন্ট করে দেওয়া হবে এবং প্রোফাইল কমপ্লিট করে দেয়া হয়।

৭. কোর্স শেষে জবের ব্যবস্থা ।

ভর্তি এবং প্রশিক্ষণ ফিঃ

> ক্লাশ হবে সপ্তাহে তিন দিন দুই মাস
> প্রতিটি ক্লাসের সময়ঃ ১.৫-২ ঘণ্টা
> প্রশিক্ষণ ফিঃ ১২,৫০০ টাকা।(কোর্স ফি ২ টা ইন্সটলমেন্টে দেয়া যাবে)

*** প্রতি ব্যাচে আসন সংখ্যা সীমিত (১২টি)।  আপনার আসনটি আজই নিবন্ধন করে রাখুন।

যারা আমাদের কোর্স গুলোতে অংশগ্রহন করবেন, তাদের জব না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণ সহযোগিতা পাবেন। আমাদের এক্সপার্টদের মাধ্যমে নিয়মিত মেন্টরিং সেশনের ব্যবস্থা করা হবে। যা আপনার কর্মব্যবস্থা নিশ্চিত করতে শতভাগ ভূমিকা রাখবে।

তাই দেরি না করে চলে আসুন, নিজেকে একজন সফল মানুষ হিসাবে গড়ে তুলতে ।

আমাদের অফিসের ঠিকানা:

হাউস: ১৮(৪র্থ তলা),সোনারগাঁও জনপথ রোড, (ব্র্যাক ব্যাংকের উল্টা পাশে)

সেক্টর # ১১, উত্তরা, ঢাকা-১২৩০

হ্যালো : ০১৯৭১ ৯০০ ৯৭৭, ০১৯৭৩ ৯০০ ৯৩৩